দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ছাত্রদলের মানববন্ধন
বিদেশে বসে ফেইসবুক অপ্রচার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে সিলেট সদর উপজেলা ৪নং খাদিম পাড়া ইউনিয়নের দাসপাড়া প্রাথমিক বিদ্যালয় সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীরা বিদেশে বসে ফেইসবুকে অপ্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতা নশ্যাৎ করতে উঠেপড়ে লেগেছে।
বক্তারা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চিহ্নিত নেতা ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো কবির হোসেন, কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি হোসাইন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যগ্ন সাধারণ সম্পাদক কাওছার আহমদ, সিলেট ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবুল মনজুর মিজান, জুড়ী উপজেলার সাবেক প্রেস সেক্রেটারি মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহাগ, সিলেটের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল জাবের আহমদ রুম্মান, ছাত্রলীগ নেতা রেজা মাহবুব লস্করকে আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি। আরও যারা ফেইসবুক বা অন্যান্য মাধ্যমে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি নিশ্চিত করতে আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
মানববন্ধনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুফায়ান আহমেদ সবুজ, ৪নং খাদিম পাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পাবেল আহমেদ, মাসুম আহমেদ, ইয়াসিন আরাফাত, সুফিয়ান, হাসনাত মামুন রাসেল প্রমুখ।