দানবীর ড. সৈয়দ রাগীব আলী
সিলেটে রয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা
লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাব ৫ম বারের মতো আয়োজন করেছে পর্যটন মেলা ২০২৫। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন মিলনায়তনে দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধন করে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, সিলেটে রয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। এ শিল্প একটি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে তাই গুরুত্বপূর্ণ এ সেক্টরে আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন পর্যটন শিল্পের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিশ্ব পর্যটকদের আকৃষ্ট করতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি সিলেটে পর্যটকদের নিরাপত্তা ও ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে তুললে এ শিল্প আরও প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, এ ধরনের আয়োজন পর্যটকদের মধ্যে নতুন করে ভ্রমণের উদ্দীপনা তৈরি করে যা পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিবে। তিনি আরো বলেন, দেশের পর্যটন উন্নয়নে সরকারি এবং বেসরকারি খাতের যৌথ উদ্যোগ প্রয়োজন। পরিশেষে তিনি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে এবং লিডিং ইউনিভার্সিটি টুরিস্ট ক্লাবের স্টিয়ারিং কমিটিকে (২০২৪-২৫) এতো সুন্দর মেলা আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কীনোট স্পীকার হিসেবে টেকসই পর্যটন বিষয়ে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল হামিদ।
লিডিং ইউনিভার্সিটির টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকারের সমন্বয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ‘TRAVEL JAZZ Volume -3’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে টেকসই পর্যটনের উপর আরো আলোচনা করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. আব্দুল হালিম। এবারের মেলায় ট্যুরিজম এম্বাসেডর হিসেবে ছিলেন এভারেস্ট জয়ী ডাক্তার বাবর আলী।
নানান আকর্ষণীয় অফার ও বিশেষ ডিসকাউন্ট নিয়ে এবারের মেলায় ২০টিরও অধিক বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, বেকারি ও বারিস্তা ট্রেইনিং সেন্টার তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। এবারের মেলায়পর্যটন সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো থেকে সরাসরি সেবা গ্রহণের মাধ্যমে মেলায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে পর্যটন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ। পর্যটন মেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে কেমপাস গ্রুপ বিডি, ফিজা এন্ড কো. লিমিটেড এবং এমাহা মটর বাংলাদেশ। মেলা চলবে ১৪ই অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত লিডিং ইউনিভার্সিটি প্রাঙ্গণে।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া,
কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লাসহ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং ট্যুুরিস্ট ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মিসেস জোহরা জামিন জোহা।