পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সুনামগঞ্জে জামায়াতের মানববন্ধন
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ ন্যায়ভিত্তিক ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়তে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা ও গণতান্ত্রিক শূন্যতা নিরসনে পিআর পদ্ধতির বিকল্প নেই। এটি বাস্তবায়িত হলে জনগণের ভোটের প্রকৃত মূল্যায়ন হবে এবং টাকার রাজনীতি, জোর-জবরদস্তি ও মাস্তানতন্ত্র বন্ধ হবে।
সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শামসউদ্দিন এর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আলী ও পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুকসহ প্রমুখ৷
এডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনটি অঙ্গীকার করেছিলেন গণঅভ্যুত্থানের সরকার।
শহীদদের বিচার, রাজনৈতিক সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু আজও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। জাতীয় ঐক্যমত কমিশনের ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। জুলাই সনদের স্বাক্ষর নেয়ার দিন পেছানো হয়েছে। জুলাই সনদের স্বাক্ষর নিয়ে টালবাহানা চলতে দেয়া হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মাস্তানি, কালোটাকা বন্ধ হয়ে যাবে। পিআর পদ্ধতিই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারে। যতদ্রুত সম্ভব পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ বলেন, “বর্তমান নির্বাচনী ব্যবস্থায় ধনীদের প্রভাব ও সহিংসতা গণতন্ত্রকে দুর্বল করেছে। পিআর পদ্ধতি চালু হলে এই অন্যায়ের অবসান ঘটবে। নারী আসনে পিআর পদ্ধতি আগেও ছিল। এখন তারা বুঝেনা। বিশ্বের ৯১টি দেশে এটি সফলভাবে চলছে, বাংলাদেশেও চালু করতে হবে।”
সুনামগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে ভোট ও ভোটারের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। পিআর পদ্ধতি ন্যায়ভিত্তিক নির্বাচনী কাঠামো তৈরি করবে, ক্ষমতা দখল করে স্বৈরাচার করা সম্ভব হবে না এবং যারা জনগণের সেবায় নিবেদিত, তারাই প্রতিনিধিত্ব পাবে।”
মানববন্ধনে জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।