নির্বাচনকে সামনে রেখে বানিয়াচংয়ে জমিয়তের নির্বাচনী জনসভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত খেজুর গাছ প্রতীকের এমপি পদপ্রার্থী মুফতী এখলাছুর রহমান রিয়াদ-এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকাল ৩টায় বানিয়াচং উপজেলার ২নং উত্তর পূর্ব ইউনিয়নের উদ্যোগে আদর্শ বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা কামাল উদ্দীন হোসাইনী, এবং সঞ্চালনা করেন মাওলানা তাওহীদুল ইসলাম ও মাওলানা হুসাইন আহমদ।
সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ–২ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মুফতী এখলাছুর রহমান রিয়াদ। এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মুখলিছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা শায়খ হাবিবুর রহমান, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা মুজিবুর রহমান যশকেশরী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শায়খ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দীন খান, অর্থ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, জমিয়ত নেতা মাওলানা আব্দুল কাদির ও মুফতী আব্দুল কাদির, হবিগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক শেখ বশীর আহমদ, উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা মাহদী হাসান, হাফিজ এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাহ আলম, প্রচার সম্পাদক মুফতী ওয়াজিদ আলী সিদ্দিক, নির্বাহী সদস্য মাওলানা আব্দুর রহমান বিন মুজিব, মাওলানা হামিদুর রহমান আলমগীর, ছাত্র জমিয়ত সভাপতি রাফিউল ইসলাম, সহ-সভাপতি ইসলাম উদ্দীন মাসরুর, সাধারণ সম্পাদক তাফাজ্জুল হক, জমিয়ত নেতা হাফিজ মাওলানা মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মুফতী এখলাছুর রহমান রিয়াদ একজন আদর্শবান, কর্মঠ ও নিষ্ঠাবান তরুণ নেতা। ছাত্র রাজনীতি থেকে শুরু করে সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তারা আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে তিনি ‘বিজয়ের নিশান’ উড়িয়ে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দেবেন।







