অধ্যাপক আব্দুল হান্নান
মানুষের অধিকার আদায় করতে জামায়াতের দরকার
সিলেটের বিশ্বনাথ পৌরসভার ১ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে পৌর এলাকার অলংকারী গ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
তিনি বলেন, মানুষের অধিকার আদায় করতে জামায়াতের দরকার।আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিককে বিজয়ী করে আপনাদের সেই অধিকার প্রতিষ্ঠা করতে সহায়তা করুন। তিনি আরো বলেন, সব দল দেখা শেষ। এবার এসেছে জামায়াতকে দেখার পালা।একটি মহল দেশে লুটপাট ও দূর্নীতি করছে। আর এই অবস্থা থেকে উত্তরণে একমাত্র জামায়াতই যথেষ্ট।
প্রবাসী ইরন মিয়ার সভাপতিত্বে ও ছাত্র শিবির নেতা হোসাইন শাহের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর নায়েবে আমীর আব্দুস ছোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান,bউপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি শাহিন আহমদ রাজু।
আরো বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন জামায়াতের আমির কামাল আহমদ, জামায়াত নেতা ফারুক আহমদ, প্রবাসী ফখরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, অলংকারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকবুল হোসেন, লাকি মিয়া, ফখরুল ইসলাম কানন, উপজেলা যুব বিভাগ সহ সভাপতি আশফাকুর রহমান, আশিক মিয়া, রুবেল আহমদ।





