জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা ৫ম শ্রেণীতে দ্বিতীয় তাহিরপুরের ফৌজিয়া
সুনামগঞ্জ জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষায় ৫ম শ্রেণীতে জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ফৌজিয়া হোসেন এলি। সে তাহিরপুর উপজেলার বালিজুরী নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফৌজিয়া হোসেন এলি।
রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা,বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তসলিমা আক্তার,জেলা প্রশাসক ডাঃ ইলিয়াস মিয়া,জেলা পুলিশ সুপার তোফায়েল আহমেদসহ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।
তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগনের মধ্যে আনন্দ বিরাজ করছে।
সেই সাথে অভিভাবক ও জেলার সচেতন মহল এই মেধা যাচাই পরীক্ষা যেন আগামীতেও বহাল রাখা হয় তার দাবী জানিয়ে অনেকেরই বলেন,এর ধারাবাহিকতা বহাল থাকলে শিক্ষকগন তাদের নিজেদের স্বার্থে আর ভালভাবে পড়া শুনা করাবে আর শিক্ষার্থীরা পুরস্কার, সম্মান পাওয়ার জন্য নিজ নিজ অবস্থা থেকে ভাল ফলের জন্য প্রতিযোগিতা থাকবে। এতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষার্থীদের উভয়ের জন্য ভাল হবে।








