মাধবপুরে ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক
হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কমলানগর চৌমুহনী এলাকায় ডিএনসি হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক নারী মোছাঃ হালিমা আক্তার (৩৫)। এ সময় তার স্বামী শাহাব উদ্দিন পালিয়ে যায়। ডিএনসি জানায়, তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আটক হালিমাকে জিজ্ঞাসাবাদ শেষে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানার উপপরিদর্শক মীরা রানী দেবী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ডিএনসি উপপরিচালক সাজেদুল হাসান বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে, সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি।”








