ঢাকায় ন্যাশনাল মেডিকেলের সামনে এলোপাতাড়ি গুলি, নিহত ১
রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালের সামনে এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এক ব্যক্তিকে লক্ষ্য করে মুখোশ পরা দু’জন গুলি চালান। পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেলে নেওয়া হয়, সেখানে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে চারটি গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাটি নিশ্চিত করে কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) ফজলুল হক বলেন, ‘গুলিতে নিহত ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ন্যাশনাল মেডিকেল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে ১১টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র: সমকাল








