মৌলভীবাজার-১ আসনে এনসিপির প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন তামিম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীকে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির মৌলভীবাজার জেলা যুগ্ম সমন্বয়কারি তামিম আহমদ। তরুণ এই নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মূখ সারিতে থেকে দায়িত্ব পালন করেন।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটরস্থ রূপায়ন টাওয়ারে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম ক্রয় করেন। জানা গেছে, তিনি সোমবার সন্ধ্যায় ফরম পূরণ করে একই কার্যালয়ে জমা দেবেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তামিম আহমদ বলেন—
“মৌলভীবাজার-১ আসনের সম্মানিত জনসাধারণের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের এলাকার উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে আপনাদের সহযোগিতা ও ঐক্য সবসময়ই আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আপনাদের সমস্যা সরাসরি ঘরে ঘরে গিয়ে শুনব এবং সমাধানে কাজ করে যাবো। তারুণ্যের শক্তির উপর ভরসা রাখুন—যেভাবে আপনারা ভরসা রেখেছিলেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময়।”
তরুণ এই নেতা দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর শাখার সাবেক সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।








