বেতনের প্রথম সপ্তাহেই টাকা শেষ? বাঁচার ৫ কৌশল
প্রতিটি মাস শুরু হয় নতুন আশায়, নতুন পরিকল্পনায়। কিন্তু বেতনের প্রথম সপ্তাহের মধ্যেই যদি টাকা শেষ হয়ে যায়, তবে পুরো মাসের হিসাব ভেস্তে যায়। অনেকেই আয়ের সাথে খরচের সঠিক সমন্বয় না করার কারণে এমন পরিস্থিতিতে পড়েন। আসলে সমস্যার সমাধান সহজ—কেবল সচেতনতা ও পরিকল্পনার অভ্যাস দরকার। চলুন জেনে নিই, বেতনের শুরুতেই টাকা শেষ হওয়ার সমস্যা এড়াতে করণীয় পাঁচটি কৌশল—
১. বাজেট নির্ধারণ করুন
প্রথমেই মাসিক বাজেট ঠিক করে নিন। প্রয়োজনীয় খরচ যেমন ভাড়া, ইউটিলিটি বিল, খাবার—এসব প্রথমে নির্ধারণ করুন। অবশিষ্ট টাকা হলে সেটি বিনোদন বা অপ্রয়োজনীয় খরচে ব্যবহার করুন। বাজেট ঠিক করলে পকেটে টাকা শেষ হওয়ার ভয় কমে।
২. অতিরিক্ত কেনাকাটা এড়িয়ে চলুন
নতুন জামা, জুতো বা গ্যাজেটের জন্য লোভ সামলানো কঠিন, কিন্তু মাসের শুরুতেই এসব কেনা অর্থের ভারসাম্য নষ্ট করে। কেনাকাটা করার আগে ভাবুন, এটি কি সত্যিই প্রয়োজন, নাকি শুধুই ইচ্ছা।
৩. নগদ ব্যবস্থাপনায় সচেতন হোন
মোবাইল ব্যাংক বা ক্রেডিট কার্ড ব্যবহারে অনেকেই টাকা খরচের হিসাব হারান। পকেটে বা আলাদা বাটিতে মাসিক খরচের জন্য নগদ রাখলে খরচ নিয়ন্ত্রণ সহজ হয়। এতে অজান্তে অতিরিক্ত খরচের ঝুঁকি কমে।
৪. ছোট সঞ্চয় শুরু করুন
বেতন পাওয়া মাত্র কিছু টাকা আলাদা রাখার অভ্যাস করুন—শুধু ৫–১০ শতাংশই যথেষ্ট। মাস শেষে এই ছোট সঞ্চয় বড় অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে। হঠাৎ জরুরি খরচ হলে এই সঞ্চয় অনেক কাজে আসে।
৫. খাদ্য ও দৈনন্দিন খরচে পরিকল্পনা
বাজারে বের হওয়ার আগে তালিকা বানান, অপ্রয়োজনীয় সামগ্রী কেনা এড়িয়ে চলুন। বাইরে খাবার খাওয়ার বদলে বাসায় রান্না করলে ব্যয় কমে। এমন ছোট অভ্যাস মাস শেষে বড় অঙ্কের সঞ্চয় এনে দেয়।
বেতন শেষ হয়ে যাওয়ার সমস্যা কেবল অর্থের অভাব নয়; এটি পরিকল্পনার অভাবের ফল। একটু সচেতনতা, পরিকল্পিত বাজেট ও দৈনন্দিন খরচের নিয়ন্ত্রণই পারে পুরো মাস অর্থের ভারসাম্য রক্ষা করতে। মুল বিষয়—খরচের দিকে লক্ষ্য রাখুন, ইচ্ছার দিকে নয়।








