১৮ বছর পর সন্ধান মিলল মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীরের
১৮ বছর পর সন্ধান মিলল মালয়েশিয়ায় বন্দি প্রবাসী জাহাঙ্গীর আলমের। তিনি নরসিংদী সদরের গিয়াস উদ্দিনের ছেলে। এর আগে মালয়েশিয়ার জোহর প্রদেশের পেকান নানাস ক্যাম্পে বন্দি এক ব্যক্তির পরিচয় জানতে চেয়ে বাংলাদেশ হাইকমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রকাশের পর তার পরিচয় মেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৭ সালে কলিং ভিসায় মালয়েশিয়া আসার কয়েকদিন পরেই নিখোঁজ হন জাহাঙ্গীর আলম। বিভিন্নভাবে অনুসন্ধান চালালেও বিগত ১৮ বছরেও খোঁজ মিলাতে পারেনি তার পরিবার।
এদিকে, মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর আলমকে ফিয়ে পেয়ে বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশি গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ জাহাঙ্গীর আলমের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, নির্যাতনের কারণেই সে মানসিকভাবে অসুস্থ হয়ে বাকপ্রতিবন্ধী হয়েছে।
বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় সরকারি খরচে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে, প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষে তাকে তার পরিবার-পরিজনের কাছে হস্তান্তর করা হয়।








