১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে এনামুল হক
বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক। শীঘ্রই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
দায়িত্ব পাওয়ার খবরে ইউনিয়নজুড়ে আনন্দ ও অভিনন্দনের জোয়ার বইছে। স্থানীয় জনসাধারণ আশাবাদ প্রকাশ করেছেন, যে কৃষিবিদ এনামুল হকের দক্ষতা, সততা ও নেতৃত্বের অভিজ্ঞতা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সেবা কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।
কৃষিবিদ মো. এনামুল হক দীর্ঘদিন ধরে উপজেলা কৃষি অফিসার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কৃষি উন্নয়ন, জনসেবা ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদান সর্বমহলে প্রশংসিত।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই দায়িত্ব আমার জন্য একদিকে গৌরবের, অন্যদিকে জনগণের প্রতি বড় দায়িত্বও বটে। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়নের জনগণের সেবা করতে চাই। কৃষি উন্নয়নসহ সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে তার নেতৃত্বে ইউনিয়নের প্রশাসনিক কাজের গতিশীলতা ও জনসেবা আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, চেয়ারম্যানের অনুপস্থিতিতে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হককে ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের ভার








