বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা পরিদর্শন তিন গুণিজনের
বিশ্বনাথ পৌরসভার বাইপাস সুড়িখালে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা পরিদর্শনে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার বেলায়েত হোসেন,সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানী নগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান,কমিউনিটি নেতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মারফত আলী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌরসভা নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান,পৌরসভা জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান,প্রতিষ্ঠানের প্রধান গিয়াসউদ্দিন সাদীসহ শিক্ষকমণ্ডলী।
তারা বলেন, বিশ্বনাথের শিক্ষার মান উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এটি সফলতা কামনা করেন এবং এ অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন। এর আগে আগত অতিথিগণদেরকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষকমন্ডলী।








