আগে গণভোট পরে জাতীয় নির্বাচন দিতে হবে: এমরান আলম
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুময়া বন্দরবাজারে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট সহ আট দল ঘোষিত ৫ দফা দাবী বাস্তাবয়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত সিলেট জেলা শাখার সভাপতি শায়খ মাওলানা ইকবাল হুসাইন, মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল পীর মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানাউল্লাহ, হাফিজ মাওলানা হারুনুর রশিদ, কমর উদ্দিন, ডা: মাওলানা মোস্তাফা আহমদ আজাদ, মাওলানা জিলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জরুর নুর, বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, মাওলানা আইয়ুব আলী কামালী, হাফিজ মাওলানা তফজ্জুল হক, মোঃ সিকন্দর আলী, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুল মুহাইমিন, ডা: নবী হোসেন, মোঃ শাব্বির আহমদ, মাওলানা আবুল কালাম, মাওলানা সানাওর, মোঃ খালেদ সইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নেতা মাওলানা আব্দুল্লাহ সুহাগ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জেলা সহ-সভাপতি আবু তাহের মিসবাহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাওলানা এমরান আলম বলেন, জুলাই সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট অপরিহার্য। তিনি বলেন, গণভোট ও নির্বাচন একই দিনে হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরী হবে। আগে গণভোট পরে জাতীয় নির্বাচন দিতে হবে। তাই নভেম্বরের মধ্যে গণভেটের আয়োজন করার জোর দাবি জানাচ্ছি।








