ভারতে অনুপ্রবেশে তিন বাংলাদেশী আটক
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় আটক করা ৩ জন বাংলাদেশী নাগরিককে ভারতের বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা বাদাঘাট ইউনিয়নের সীমান্তের শাহিদাবাদ এলাকায় আটককৃতদের হস্তান্তর করে বিএসএফ।
ঢাকা কেরানীগঞ্জ থানায় আজমর আলীর ছেলে মোঃ যুবরাজ, কিশোরগঞ্জ জেলা আঙ্গিয়াদি গ্রামের মোঃ ইসলাম মিয়ার ছেলে মোঃ জাহিদুল ইসলাম জুনায়েদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার পূর্ব রামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিপন মিয়া।
জানাগেছে,উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী সাহিদাবাদ গ্রামে সীমান্ত পিলার নং ১২০৩/৮ এস নামক স্থানে লাউড়েরগড় বিজিবি এবং ভারতের বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ৩ জন বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করে।
এর পূর্বে (১২ নভেম্বর) বিকেলে সীমান্ত পিলার নং-১২০৪/১ এস হতে আনুমানিক ৩ কিলোমিটার অভ্যন্তরে লালগাঁও নামক স্থানে বিএসএফ আটক করে,একেই সাথে ধৃত আসামিদের তাদের বৈধ কাগজপত্র দেখাতে বল্লে তারা অপারগতা প্রকাশ করে।
এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় লাউড়েরগড় বিজিবির সুবেদার মোঃ মোস্তফা কামাল মামলা করে তাহিরপুর থানা সোপর্দ করেছে।








