মেহনতী মানুষের অধিকার আদায়ে ধানের শীষের বিকল্প নেই: আনিসুল

বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে তার মোকাবেলা করে আগামী নির্বাচনে সবাই ব্যালটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করতে আহবান জানিয়ে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক।
তিনি জানান, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে,এগিয়ে যেতে হবে আমাদেরকে। তারেক রহমান যাদের মনোনয়ন দিয়েছেন বুঝে শুনেই দিয়েছেন। তাই ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সবাই কে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর বাজারে লিফলেট বিতরণ,গণসংযোগ ও পথসভায় তিনি কথা গুলো বলেন।
আনিসুল হক বলেন, আমাকে মনোনীত প্রার্থী করে আপনাদের কাছে পাঠিয়েছেন আপনারা ঐক্য বদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করে উপহার দিবেন।
উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আনিসুল হক বলেন,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই বলেছেন,৩১ দফার কথা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে, ৩১ দফা দেশের কৃষক, শ্রমিক মেহনতী মানুষের অধিকার আদায়ের কথা সহ সকল বিষয়ের কথা বলা হয়েছে। সারা দেশের উন্নয়নের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ও বড়দল উত্তর ইউনিয়নের বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।







