মাধবপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে উত্তপ্ত নোয়াপাড়া, আটক ২১
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইটাখলা ও ভেঙ্গাডোবা গ্রামের দুই পক্ষের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২–১৫ জন আহত হয়েছেন। রবিবার দুপুর ২টা ২০ মিনিট থেকে লাঠি, দা, বল্লমসহ দেশীয় অস্ত্রে সজ্জিত দুই গ্রামের প্রায় ১ হাজারের বেশি মানুষ সংঘর্ষে জড়ায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, মাধবপুর সার্কেল এসপি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাজার এলাকা নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি পুনরায় অবনতির আশঙ্কায় সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে সংঘর্ষে জড়িত দুই পক্ষের মোট ২১ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: কাজল মিয়া (২৮), হুমায়ূন (৩০), সুমন মিয়া (২৫), জীন মিয়া (২৪), ইকবাল, বাদল মিয়া (২১), আমিরুল ইসলাম (২৬), সাদ্দাম মিয়া (২৫), সাব্বির হোসেন (২৫), আশিক মিয়া (২৫), হান্নান মিয়া (২৫), সাইফ হোসেন (১৭), তানভীর (১৫), জাবেদ মিয়া, আরমান মিয়া (২২), নুরুল ইসলাম (47), জাহিদ মিয়া (৩৩), ইসমাঈল হোসেন (৩৫), আলমশাহ, নাজমুল (৩২) ও কামরুল (২০)।পরে তাদের শাহজিবাজার আর্মি ক্যাম্প থেকে আইনগত প্রক্রিয়ার জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
এদিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে থানার ওসি-সহ ১১ পুলিশ সদস্য আহত হওয়ায় এসআই পাবেল আহম্মেদ বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও এক হাজার জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেছেন। গ্রেফতারদের সোমবার বিকেলে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার ওসি মো. শহীদ উল্ল্যা বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা বাধ্য হয়ে ৮ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করি। বর্তমানে এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”








