সামাজিক মাধ্যমে স্কুল তালাবদ্ধ, বাস্তবে বসছে বার্ষিক পরীক্ষা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তালা ঝুলানো অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিগুলো দেখে অনেকেই ভেবেছেন বিদ্যালয়গুলো ‘শাটডাউন’ হয়েছে। তবে সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, বিদ্যালয়ের ভেতরে প্রধান শিক্ষক ও দপ্তরীকে নিয়ে বার্ষিক পরীক্ষা চলছে।”
স্থানীয়ভাবে এ নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, বাস্তবে কি তালাবদ্ধ কর্মসূচি চলছে নাকি শুধু ফেসবুকে ছবি ছড়ানো হচ্ছে।”
সহকারী শিক্ষকরা জানান, “১১তম গ্রেডসহ আমাদের ন্যায্য ৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তালাবদ্ধ কর্মসূচি চলবে। সরকার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন না করায় আমরা হতাশ ও আন্দোলনে বাধ্য হয়েছি।”
একজন প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সহকারী শিক্ষকরা কর্মসূচিতে থাকায় বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে তাদের দাবিগুলো যুক্তিসঙ্গত।” কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমি দপ্তরীকে নিয়ে পরীক্ষা কার্যক্রম চালাচ্ছি। কোনো সমস্যা হয়নি।”
মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. জাকিরুল হাসান বলেন, “বিদ্যালয় তালাবদ্ধ থাকায় পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে সচেতন অভিভাবকেরা সহযোগিতা করছেন। আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশা করি।”
হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম বলেন, “আমি নিয়মিত স্কুল পরিদর্শনের অংশ হিসেবে মাধবপুরে এসেছি। আজ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করব।”






