মাধবপুরে ৩৩ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় তৈরি ইস্কফ সিরাপ ও বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তেলিয়াপাড়া ভান্ডারুয়া ব্রিজ এলাকায় হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খায়রুল বশর-এর নেতৃত্বে এসআই জামাল, এএসআই হান্নানসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এসময় শাহাজাহানপুর ইউনিয়নের ভান্ডারিয়া ব্রিজ এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামানো হলে তার কাছে ১০ বোতল ইস্কফ সিরাপ ও ২৩ বোতল বিয়ার পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আবিদ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, “আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে হবিগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।”







