বিএনপি নেতা খালেদুর রশিদ ঝলকের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিএনপি নেতা খালেদুর রশিদ ঝলকের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে সদরে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ, ব্যবসায়ী, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পবিত্র কোরআন খতমে অংশ নেন অর্ধশতাধিক হাফেজ।
কোরআন খতম শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় খালেদুর রশিদ ঝলক বলেন, বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ আজ পরম করুণাময়ের কাছে দোয়া করছেন।
১৯৯০ এর গণঅভ্যুত্থান, স্বৈরতন্ত্রবিরোধী সংগ্রাম এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বাংলাদেশের বহু প্রজন্ম তাঁকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে। তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন, তা কখনো ভোলা যাবে না।







