সভাপতি তারেক, সম্পাদক প্রমিত
এমসি কলেজ গণিত বিভাগের ‘ধ্রুবক’ ক্লাবের কমিটি গঠন

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত বিভাগের সংগঠন ‘ধ্রুবক’ ক্লাবের ১৪তম কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট ১৫তম নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় কলেজের কলা ভবনের ২০৬ নং কক্ষে বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী এবং সহযোগী অধ্যাপক কামরান হোসেন চৌধুরীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মিজানুর রহমান তারেক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জীব দেব প্রমিত। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন সৈয়দা সানজিদা রহমান রিয়া, সাদমান সাদি রাহাত, সৌমিক দেব ও মারিয়া আলম রিয়া। সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন জেরিন তাসনিম নুসরাত, প্রীতি রায় দিশা, মুরছালিন রহমান খান এবং খাইরুল ইসলাম রিফাত।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে সাংগঠনিক সম্পাদক হিসেবে শাওন আহমেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সাদিয়া হক, দ্বীপ মালাকার, অনিক রায় ও জয়ন্ত কুমার দাশকে মনোনীত করা হয়েছে। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভজিৎ ভট্টাচার্য স্নিগ্ধ এবং তার সঙ্গে সহ-অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন মাহমুদুল হাসান রাফি, সানজিদা আক্তার রাত্রি, মো: মারুফ হাসান ও নাঈমুর রহমান সজীব।
কমিটিতে প্রচার ও প্রকাশনার দায়িত্বে প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন সামসুল ইসলাম। সহ-প্রচার সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন ঋত্বিক চক্রবর্তী, ঋতুরাজ দাস প্রীতম, মাহিয়া হক মাহি ও রবিন দে। এছাড়া ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে শৈলী দাস এবং সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে ঊর্মি রাণী চৌধুরী, ফাহমিদা জেরিন, মালিহা সুলতানা, নুসাইত জাহান তিশা ও মারুফা আক্তার তুলি কমিটিতে স্থান পেয়েছেন।






