নবীন-প্রবীণের লড়াই: কে হবে দিরাই-শাল্লায় আগামীর কর্ণধার?

দিরাই-শাল্লার রাজনীতিতে আলোচনার কেন্দ্র এখন দুই নাম, ভাটির শার্দূল খ্যাত সাবেক সংসদ নাছির উদ্দিন চৌধুরী এবং নির্বাচনী মাঠে নতুন মুখ আইনজীবী মুহাম্মদ শিশির মনির।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই দুই নেতাকে ঘিরেই চলছে জল্পনা–কল্পনা, কে হচ্ছেন আগামীর কান্ডাড়ি, নাছির? নাকি শিশির! তৃণমূল সমর্থন যাচাই ও দলীয় অঙ্কে উঠানামা করছে উভয়ের সমর্থকদের হিসাব নিকাশ।
আওয়ামী লীগের শক্তিশালী ঘাটি দিরাই-শাল্লার এই আসনটিতে সাত বার এমপি নির্বাচিত হয়েছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ বাবু শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত। বিশেষ করে তার অনুসারীদের কাছে টানতে মরিয়া জামায়াত প্রার্থী শিশির মনির।
অন্য দিকে প্রবীন রাজনীতিবিদ নাছির উদ্দীন চৌধুরী নিজের শেষ বয়সের শেষ নির্বাচনী মাঠ মনে করে তিনি মানুষের কাছে ভোট চাইছেন এতে কঠিন পরীক্ষায় পড়ছেন সাধারণ জনগনও। এই নির্বাচনে মানুষ হুটহাট ভূল করতে নারাজ। নির্বাচনী বিভিন্ন এলাকা থেকে নিরপেক্ষ ভাবে যা আভাস পাওয়া যায় এতে এখনো বুঝে ওঠা মুশকিল যে, কে হচ্ছেন আগামীর দিনের কর্ণধার।






