নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়ার প্রধান নির্বাচনী কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে নবীগঞ্জ শহরের শেরপুর রোডে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন ড. রেজা কিবরিয়া ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পেয়ারা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি এম এ রহিম,ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া,উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক সরফরাজ চৌধুরী,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়েতুল্লা,জমায়েত উলামা জেলার সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, কেন্দ্রীয় গণপরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি,সাংগঠনিক সম্পাদক শাহেদ তালুকদার,বাউশা ইউনিয়নের চেয়ারম্যান ছাদিকুর রহমান শিশু,প্রবাসী বিএনপি নেতা তুহিন আহমেদ চৌধুরী, শামীম আহমেদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অরবিন্দু রায়,নুরুল আমিন,পৌর শ্রমিকদলের সভাপতি মুরশেদ আহমেদ,সাধারণ সম্পাদক মনর উদ্দিন,উপজেলা যুবদলের আহব্বায়ক মোশাহিদ আলম মুরাদ, পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়া,সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক জোসেফ বক্স চৌধুরী, সদস্য সচিব রুমান আহমদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন,আবুল কালাম মিঠু,শাহিন তালুকদার,আব্দুর রকিব,সাইফুর রহমান বাবু,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ,লিটন মিয়া,পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহাগ আহমেদ চৌধুরী
সহ বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. রেজা কিবরিয়া বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং মানুষের হারানো ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।
নবীগঞ্জ-বাহুবলের সাধারণ মানুষ দীর্ঘসময় ধরে অবহেলিত। আমরা এই মাটির সুষম উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আছি।” তিনি আরও বলেন, শেরপুর রোডের এই কার্যালয়টি হবে তৃণমূল নেতা-কর্মীদের মিলনমেলা এবং নির্বাচনী প্রচারণার মূল কেন্দ্র। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিএনপি নেতারা জানান, ড. রেজা কিবরিয়ার প্রার্থিতা নবীগঞ্জ ও বাহুবল এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধন শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে দেশ ও জাতির সমৃদ্ধি এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় কামনা করা হয়। এরপর একটি মিছিল শেরপুর রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেরপুর রোডে নব-উদ্বোধিত এই কার্যালয় থেকে এখন থেকে নির্বাচনী এলাকার সকল সাংগঠনিক ও প্রচার কার্যক্রম সমন্বয় করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।






