বড়লেখায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় নামছেন অভিমানী নেতারা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের নেতাকর্মীর মধ্যকার দীর্ঘদিনের মান অভিমান ভুলে অবশেষে তাদের মধ্যে দেখা দিল ঐক্যের সুর। বড়লেখা বিএনপির এই ঐক্যে সাধারণ নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেছে। তারা বলছেন দীর্ঘদিনের বিভেদ ভুলে বিএনপির সব গ্রুপ ঐক্যবদ্ধ হওয়ায় সাধারণ সমর্থকরা ধানের শীষকে বিজয়ী করতে কোমর বেধে মাঠে কাজ করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বড়লেখার পশ্চিম গাংকুল এলাকায় একটি কমিনিউটি সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রকাশ্যে একই মঞ্চে দেখা গেছে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদের সাথে বিএনপির মনোনয়ন বঞ্চিত শরফিুল হক সাজু ও বেশ কয়েক বছর ধরে নানা কারণে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ও উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে দূরে থাকা ক্ষুব্দ ও অভিমানি নেতাদের একই মঞ্চে। অনেকেই প্রকাশ্যে ঝাড়লেন তাদের দীর্ঘদিনের ক্ষোভ। অবশেষে অতীতের সকল বিভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে তারা বৃহস্পতিবার থেকে ধানের শীষের প্রচারণায় মাঠে নামছেন বলে ঘোষণা দিলেন।
বিএনপির সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালায় ঐক্যবদ্ধ বিএনপির সভায় বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, বিএনপির মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীন বিএনপি নেতা মুহিবুর রহমান ফারুক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সিনিয়র সহসভাপতি নছিব আলী, বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরী, বিএনপি নেতা তুতিউর রহমান তোতাব আলী, সদ্য বহিস্কারাদেশ প্রত্যাহারকৃত উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, বিএনপি নেত্রী আমিনা বেগম ডলি প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বর্তমান অভিমানী গ্রুপের নেতৃবৃন্দের অনুসারীরা।






