আপনাদের চাওয়া,ভালবাসা কখনো বৃথা যাবে না: কামরুল
আমি সবসময় একটা কথা বলি, জনগণ হচ্ছে আমার শক্তি আর আপনাদের চাওয়া,ভালবাসা কখনো বৃথা যাবে না মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল।
শুক্রবার বিকালে সুনামগঞ্জেট তাহিরপুর পূর্ব বাজারে সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।
এর পূর্ব হাজারো মোটরসাইকেল শোডাউন দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা তাকে তাহিরপুর উপজেলা সদরে নিয়ে আসেন।
তিনি এসময় আরও বলেন আমাদের দল আপনাদের দীর্ঘ দিনের ত্যাগ, ভালোবাসার অবশ্যই মূল্যায়ন করবে। আমি আসবো শোনেই আপনার চলে এসেছেন হাজার হাজার মোটরসাইকেল নিয়ে একেই বলে ভালোবাসা।
আমি সব সময় জনগণের পাশে ছিলাম, বর্তমানেও আছি আর ভবিষ্যতেও থাকবো পদ-পদবির চেয়ে মানুষের সেবা করাই লক্ষ্য।
এসময় তিনি আরও বলেন,দলীয় মনোনয়ন পাইনি,তবে আপনাদের যে ভালোবাসা পেয়েছি তাই আমার সবচেয়ে বড় অর্জন যা টাকা দিয়ে কেনা যায় না। হাজারো মুখ,হাজারো বিশ্বাস, হাজারো চোখের ভরসা এই মানুষ গুলোর ভালোবাসাই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও জানান,বিএনপি আমার মা তাকে ফেলে রেখে যাওয়া যাবে না। কেন্দ্র যে নির্দেশনা দিবে আমরা তাই পালন করবো। তবে,আমার বিশ্বাস আপনাদের এই চাওয়া বৃথা যাবে না। আমি বিশ্বাস করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশ নায়ক তারেক রহমান আপনাদের ভালোবাসার কামরুলের হাতেই ধানের শীষ তুলে দিবেন।
এসময় নেতা কর্মীরা কামরুজ্জামান কামরুল কে দলীয় মনোনয়ন দেবার জন্য নানান শ্লোগান দেন।
সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী এবং যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল বক্তব্য রাখেন।







