বাহুবলে মধ্যরাতে বালু খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
হবিগঞ্জের বাহুবলে অবৈধ সিলিকা বালু উত্তোলন ও পাচার রোধে উপজেলা প্রশাসন আবারও কঠোর অবস্থান জানিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার সুন্দ্রাটিকি ও আমতলী চা বাগান এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম।
অভিযানকালে চা বাগানের ভেতর ও আশপাশের বেশ কয়েকটি পয়েন্টে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের চিহ্ন পাওয়া যায়। প্রশাসন তাৎক্ষণিকভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেয় এবং বাগান কর্তৃপক্ষকে কঠোরভাবে নজরদারি বাড়ানোর জন্য সতর্ক করে।
উপজেলা প্রশাসন জানায়, বালু খেকোদের কার্যক্রম দীর্ঘদিন ধরেই পরিবেশের ক্ষতি এবং সরকারি রাজস্বের অপূরণীয় ক্ষতি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বালু পাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে বলে নিশ্চিত করেন প্রশাসনের কর্মকর্তারা।
ইউএনও মো. গিয়াস উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই বরদাশত করা হবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জনস্বার্থে এমন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের এই রাতের অভিযান এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতে বালু খেকোদের দৌরাত্ম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








