বাহুবলে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত
হবিগঞ্জের বাহুবলে ঢাকা–সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় সিএনজি অটোরিকশা ও আইসক্রিম বোঝাই একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালকের নাম আবু বক্কর (৩৫)। তিনি বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের মৃত জজা মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সিএনজি অটোরিকশাটি বাহুবল থেকে শায়েস্তাগঞ্জমুখী ছিল। বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি তীব্র গতিতে আসায় চলিতাতলা এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইটি গাড়ি জব্দ করে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সড়কের ওই অংশে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। নিহত সিএনজি চালকের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যান এবং সিএনজি- দুটি গাড়িই জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল ও নজরদারি বাড়িয়েছে। পরিবারের সদস্যরা জানান, আবু বক্কর পেশায় সিএনজি চালক হলেও পরিবারে তিন সন্তানের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








