বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহি দারুল কোরআন মাদ্রাসা মসজিদে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) জোহরের নামাজের পর মাদ্রাসার শিক্ষক, ছাত্র, স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ডা. সাখাওয়া হাসান জীবন, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির, মাদ্রাসার শিক্ষক মুফতি নাসির উদ্দীন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাদিক আহমেদ, ১নং ইউনিয়ন পরিষদের সভাপতি আনছার মিয়াসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিগণ।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর দ্রুত সুস্থতা আমাদের সবার কাম্য।”








