বানিয়াচংয়ে ৩১ দফা প্রচারণা ও লিফলেট বিতরণে মাঠে বিএনপি নেতারা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমতলা বাজার এবং জামালপুর গ্রামে এ লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল।
এসময় তিনি বলেন, “তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের মুক্তিকামী মানুষের রূপরেখা। এই দফাগুলোর বাস্তবায়নই আগামী প্রজন্মের জন্য একটি সুশাসিত বাংলাদেশ গড়বে।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে ওয়ার্ডের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। তারা বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. জীবন এর পক্ষ থেকে ৩১ দফার লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন এবং জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।






