বিএনপি নেতা রাজুকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে ৮ নেতার পদত্যাগ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদ কে তার নিজ পদ থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে উপজেলার আহবায়ক কমিটি ও বিভিন্ন ইউনিয়ন কমিটির বিভিন্ন পদে থাকা ৮ নেতার পদত্যাগ করেছেন।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি রাজু আহমেদকে অব্যাহতি দেন। এরই প্রতিবাদে একেই দিন সন্ধ্যা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এক সাথে তারা পদ ত্যাগ করেছেন।
লিখিত বক্তব্য পাঠ করেন,উপজেলা বিএনপি বিএনপির আহবায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন।
লিখিত বক্তব্য উল্লেখ্য করা হয়েছে,সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্যের স্বাক্ষরে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদকে কোনো কারণ দর্শানো নোটিশ ও কোনো প্রমাণ ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দলীয় আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকান্ডে রাজু আহমেদ দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা পালন করে আসছেন। তাঁর সেই অবদান সম্পূর্ণ উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক, অন্যায় এবং দলীয় গণতন্ত্রের চরম লঙ্ঘন বলে আমরা মনে করি। আমাদের দৃঢ় বিশ্বাস, এই সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের মতামতকে অবমূল্যায়ন করেছে এবং সংগঠনের ভেতরে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করছে। এই হঠকারী ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমরা বাধ্য হয়ে আজ স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।
পদত্যাগকারীরা হলেন-বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুকেশ দেবনাথ, উসমান গণী,বুরহান উদ্দিন,ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া,সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বুরহান উদ্দিন,ফতেহপুর ইউনিয়ন বিএনপির সদস্য মুজাম্মিল হক,বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সদস্য, ও ফতেহপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।







