বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দস আলীর মৃত্যুতে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির শোক
সিলেটের গোয়াইনঘাট উপজেলা ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দছ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দস আলী জাফলংয়ের আসামপাড়া হাওর (নতুন বাজার) গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট এম এ জি উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মরহুমের জানাজার নামাজ রবিবার (১১ জানুয়ারি) সন্ধা বাদ’এশা নামাজের পর হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে
বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দস আলী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স ও সাধারণ সম্পাদক মাসুদ রানা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
শোকবার্তায় পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাসুদ রানা বলেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দস আলী মৃত্যুতে আমরা পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।”
রবিবার সন্ধা বাদ’এশা নামাজের পর অনুষ্ঠিতব্য জানাজার নামাজে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।







