বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা হারুনুর রশিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি।
রবিবার (১১ জানুয়ারী) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর স্বাক্ষরিত দলীয় প্যাডে এই আদেশ দেয়া হয়।
এতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে মোহাম্মদ হারুনুর রশিদ বলেন,আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় সর্বপ্রথম অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে। একই সঙ্গে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সম্মানিত সকল নেতৃবৃন্দের প্রতি। যাঁদের দূরদর্শী নেতৃত্ব, ন্যায়বিচার ও সদিচ্ছার ফলেই আজ এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।







