বিশ্বম্ভরপুরে মেধা যাচাই পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা যাচাই পরীক্ষায় পরিক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ। বুধবার (২৯ অক্টোবর)উপজেলার ৫টি ইউনিয়নের মোট ২৩টি কেন্দ্রে ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর মোট ৩৭২৮জন শিক্ষার্থী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ নেতৃত্বে উপজেলায় মেধা যাচাই পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যগণ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
শিক্ষার্থী অভিভাবকগন জানান, জেলা প্রশাসনের আয়োজনে ও প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় এই উদ্যোগটির ধারাবাহিকতা রাখা হলে এর ইতিবাচক প্রভাব সুদূর প্রসারী হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের গুনগন মানের পরিবর্তন হবে। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিত বাড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ জানান, এই মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি বিষয় ভিত্তিক শ্রেণী শিক্ষকদের কে ও মূল্যায়ণ করা হবে।





