বিশ্বম্ভরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে নৌকা, ড্রেজার মেশিন জব্দ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ধোপাজান চলতি নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বারকি নৌকা, ড্রেজার মেশিন,পাম্প, পাইপ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টা হতে বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও টাস্কফোর্স ম্যাজিষ্ট্রেট মেরিনা দেবনাথ।
জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় উপজেলার ধোপাজান চলতি নদীতে ডলুরা আস্তানা ঘাট থেকে আদাংঘাট পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি দল, নৌ পুলিশ টিম, আনসারবাহিনীর সদস্যবৃন্দ এবং বিজিবি টিম। অভিযান চলাকালীন ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি বারকি নৌকা, ৮টি ড্রেজার মেশিন, ৪টি পাম্প ও ৫টি পাইপ জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ১টি বারকি নৌকাসহ ৩টি ড্রেজার মেশিন পানিতে ডুবিয়ে দেয়া হয়েছে।
এ সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও টাস্কফোর্স ম্যাজিষ্ট্রেট মেরিনা দেবনাথ৷ তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না, কঠোর ভাবে দমন করা হবে।








