বিশ্বনাথে আন্তঃইউনিয়ন ফুটবলের ট্রপি উন্মোচন
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকালে বিশ্বনাথ পৌর শহরের পুষ্প সৌরভ সমাজকল্যাণ স্পটিং ক্লাব বিশ্বনাথের গাঁয়ের মাঠে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সহকারী মিডিয়া এডভাইজার জামির হোসেন (যুক্তরাজ্য প্রবাসীর) সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জয়নাল আবদিনের পরিচালনায় উক্ত ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ উদ্দিন খাঁন, যুক্তরাজ্য প্রবাসী সোহেল আহমদ, সমন্নয়ক সাইমুদ্দিন, তারেক আহমদ খলজির, দিলোয়ার হোসেন, নিজাম উদ্দিন, ওয়াসিম উদ্দিন, সোহেল আহমদ।
উপস্থিত ছিলেন আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের অংশগ্রহণকারী ৮টি ইউনিয়ন ফুটবল দলের সভাপতি ও প্রতিনিধিগণ সহ স্থানীয় ফুটবলার ও ক্রীড়ামোদি ব্যাক্তিবর্গ প্রমুখ।







