বিশ্বনাথ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সিলেটের বিশ্বনাথ পৌর শহরে অবস্থিত বিশ্বনাথ পুরাণ বাজারস্থ বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত শুভেচ্ছা গ্রহন এবং রাত ৮ টায় কেক কেটে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এরপর বিশ্বনাথ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যর রাজা চার্লস মনোনীত উইল্টশায়ার এর ডেপুটি লেফট্যানেন্ট মাকরাম আলী আফরোজ, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ আব্দুল হাই, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ইমাদ উদ্দিন, বদরুল ইসলাম তালুকদার,বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী গোলাম হোসেন, বিশ্বনাথ উইমেন্স কলেজের গভর্নিং বডির সভাপতি মোছন আলী , বিশ্বনাথ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মুহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক, গোবিন্দ মালাকার, বিশ্বনাথ পৌর কৃষকদলের আহ্বায়ক মোঃ নুর মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা সাইদুর রহমান রাজু, শাহজাহান আলী, ইনকিলাব মঞ্চ বিশ্বনাথ এর সদস্য সচিব আমজাদ আলী ।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মোঃ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন, কার্যকরী পরিষদ সদস্য মোঃ জামাল মিয়া, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না,সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মোস্তাক আহমদ মোস্তফা, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম আশিকী, মোহাম্মদ আবদুল্লাহ।







