উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তারা ইংরেজি বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিয়ে থাকেন
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের গ্যালারী -১ এ ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবাধিকার, শৃংখলা এবং সামাজিক দায়িত্ববোধ বিষয়ে জ্ঞানার্জনের পরামর্শ দেন।
শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং সফল ক্যারিয়ার গঠনে ইংরেজি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তারা ইংরেজি বিষয়ে সর্বোচ্চ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিয়ে থাকেন। তাই চাকরি প্রাপ্তির প্রতিযোগিতায় সফল হতে এ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করা জরুরি। সে লক্ষ্যে অনার্স পরবর্তী সময়ের অপচয় না করে তিনি শিক্ষার্থীদেরকে লিডিং ইউনিভার্সিটিতে মাস্টার্স সম্পন্ন করার পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান উপমহাদেশের প্রখ্যাত দানশীল ব্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা দানবীর ড. সৈয়দ রাগীব আলী উচ্চশিক্ষা প্রসারে রিমোট অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কিন্ত আজকে এ অঞ্চল শিক্ষা নগরী হিসেবে গড়ে উঠেছে। তিনি মানব সম্পদ তৈরি করার লক্ষ্যেই এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যাতে দেশ ও সমাজকাঠামোয় দক্ষ জনশক্তি কাজ করতে পারে।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষক ও স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।






