ছড়াকার কামরুল আলম বিশ্বাস ও মূল্যবোধের স্বপক্ষে এক আলোকবর্তিকা : কবি মুহিত চৌধুরী
মাসিক বিশ্ববাংলা সম্পাদক কবি মুহিত চৌধুরী বলেছেন, সমকালীন বাংলা সাহিত্যে ছড়াকার ও কথাসাহিত্যিক কামরুল আলম উজ্জ্বল প্রতিশ্রুতিশীল এবং নিরলস সৃজনকর্মী হিসেবে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। শিশু-কিশোরবান্ধব ছড়া যেমন সহজ-সরল ভাষায় হৃদয়ের বার্তা পৌঁছে দেয়, তেমনি তাঁর কথাসাহিত্যে উঠে আসে জীবনঘনিষ্ঠ গল্প, মানুষের স্বপ্ন-সংকট, সমাজবাস্তবতার গভীর রূপ।
তিনি বলেন, “যে সাহিত্য মানুষের কথা বলে না, যে সাহিত্য জীবনের স্পন্দন বহন করে না—তা কখনো কালজয়ী হতে পারে না। কামরুল আলম তাঁর সাহিত্যকর্মে মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা-আকাঙক্ষা, সামাজিক সম্পর্ক ও সময়ের আলোছায়াকে যত্নশীলভাবে ধারণ করেছেন। তিনি বিশ্বাস ও মূল্যবোধের স্বপক্ষে একজন আলোকবর্তিকা।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর তালতলাস্থ সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘পাপড়ি’ আয়োজিত কামরুল আলমের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লেখক, পাঠক, কবি-সাহিত্যিক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত সাহিত্যিক মিলনমেলায়।
তরুণ কবি এসএম ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ ও ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী। তিনি বলেন, “কামরুল আলমের লেখায় সরলতা যেমন আছে, তেমনই আছে ভাষার শিল্পনৈপুণ্য। তাঁর সাহিত্যভুবন আলোয় ভরপুর হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-পাঠাগার সম্পাদক কবি ইশরাক জাহান জেলী বলেন, “নতুন প্রজন্মের কাছে ছড়া ও গল্পকে জনপ্রিয় করে তোলায় কামরুল আলমের অবদান অনস্বীকার্য। তাঁর লেখায় আছে মানবিকতা, মূল্যবোধ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি।”
অনুষ্ঠানে শিশুসাহিত্যিক আবিদ সালমান, ছড়াকার কবির আশরাফ, আমাদের ডাক সম্পাদক কবি আলিম উদ্দিন আলম, কবি লিপি খান, ছড়াকার জিয়াউর রহমান জিয়া, কবি এস.পি সেবু, কবি সুফি আকবর, কবি জেসির আরাফাত, ছড়াকার হুসাইন হামিদ, আভির আহমদ, আল মামুন তালুকদার ও কাজী মাহফুজুল হকসহ অনেকে বক্তব্য দিয়ে কামরুল আলমের সাহিত্যযাত্রাকে আরও বেগবান করার আহ্বান জানান। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও ছড়াকার জহুর মুনিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা হাবিবুল্লাহ মাহদী।
জন্মদিন উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মারক ‘৪৫-এর শব্দোৎসব’ এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সব বক্তাই আশা প্রকাশ করেন—
আগামী দিনে কামরুল আলমের কলম আরও পরিণত, আরও দীপ্ত, আরও সমাজমনস্ক হয়ে বাংলা সাহিত্যে রাখবে নতুন মাত্রা।
সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ছোঁয়া এই আয়োজন শেষ হয় তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সৃষ্টিশীল সাফল্যের কামনা জানিয়ে।







