অধ্যাপক আব্দুল হান্নান
দেশে আর কোনো ষড়যন্ত্রকারীর জন্ম হতে দেওয়া যাবেনা
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট–২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন,১৯৭৫ সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে জনতা এ দেশ থেকে ষড়যন্ত্রকারীদের বিতাড়িত করেছিল। এবারও বাংলাদেশে আর কোনো স্বৈরশাসক ও ষড়যন্ত্রকারীর জন্ম হতে দেওয়া যাবেনা। আর সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (৭ নভেম্বর ) বিকেলে বিশ্বনাথ উপজেলা জামায়াতের উদ্যোগে জামায়াত কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মতিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন,জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম,বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহেদুর রহমান, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন সাদী, বায়তুলমাল সেক্রেটারি দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম,সেক্রেটারি শামিম আহমেদ মেম্বার, খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ সোবাহদার, পৌরসভা শ্রমিক কল্যাণ শাহীন আহমদ রাজু, সভাপতি, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু ও সেক্রেটারি আব্দুল মজিদ মেম্বার।
সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ আলী।








