অধ্যাপক আব্দুল হান্নান
দেশের মানুষ এবার রাষ্ট্র ক্ষমতায় জামায়াতকে দেখতে চায়
সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৪নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে পৌর এলাকার পশ্চিম চাঁনশীর কাপন গ্রামে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
তিনি বলেন, দেশের মানুষ এবার রাষ্ট্র ক্ষমতায় ইসলামী দল হিসেবে জামায়াতকে দেখতে চায়। তাইতো আগামী নির্বাচনে জনগনের রায়ে জামায়াত ক্ষমতায় গেলে সকল স্থরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে।
সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমান।
বক্তব্য রাখেন,হেলাল আহমদ, ফরিদ আহমদ,আনছার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।






