দেশের মানুষ হতাশ, এখন পরিবর্তন চায়: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫৪ বছরের রাজনীতি নিয়ে দেশের মানুষ হতাশ। মানুষ এখন পরিবর্তন চায়। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরায় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জামায়াত আমির বলেন, নির্বাচন হওয়ার পরও সকল দল মিলে একসঙ্গে বসে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানাব। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে বিদেশিদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। আগামী পাঁচ বছর দেশের ভালোর জন্য কী কী করা যায়, তা নিয়ে আলোচনা করব।দেশে এখনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পরিবেশ সৃষ্টি হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, ইউরোপীয় ইউনিয়ন আসন্ন নির্বাচনে ২০০ জনের প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস দিয়েছে। তারা ডিস্ট্রিক্ট পর্যায়ে কাজ করবে।
জামায়াত আমির আরও বলেন, ৫৪ বছরের রাজনীতি নিয়ে দেশের মানুষ হতাশ। তারা এখন পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্যই আমরা কাজ করব। কিংবা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চায়, তাদেরও এই আশ্বাস দেওয়া উচিত।সাংবাদিকদের দেশের স্বার্থে ওয়াচডগ হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মূলধারার গণমাধ্যম একটি বিশেষ দলের দিকে ঝুঁকে গেছে। আপনারা কোনো দলমাধ্যম না; আপনারা জনমাধ্যম, এটি মাথায় রাখবেন।






