খসরু মোহাম্মদ খান
দৈনিকসিলেটডটকম
নাম: খছরু মোহাম্মদ খাঁন, পেশা: প্রকৌশলী, পিতা: হাজী মো: তোতাব আলী খাঁন, জন্মতারিখ: জানুয়ারি ১৩ ডিসিম্বর ১৯৭১,
স্থায়ী ঠিকানা: গ্রাম: খাগহাটা, দোলার বাজার, ছাতক, সুনামগঞ্জ।।
যেসব সংগঠনের সাথে জড়িত:
খসরু মোহাম্মদ খান বার্মিহাম বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। ১৯৯৫ সালে তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী শেষ করে ‘বার্মিহাম সাথী হাউজ নামে একটি চ্যারিটি সংস্থার ট্রাস্টি হিসেবে নিয়োগ প্রাপ্ত হোন। ১৯৯৭ সালে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরামের এক্সিউটিভ মেম্বার হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে তিনি বার্মিহামে ‘বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্ট(বিসিডি) -এর শাখা খোলেন।এছাড়াও তিনি ‘টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশন(টিআইএ)-এর প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি।২০০৫ সাল থেকে খসরু মোহাম্মদ খান বাংলাদেশ, যুক্তরাজ্য এবং স্পেন থেকে নিবন্ধিত সংবাদপত্র ‘আমাদের বাংলা কাগজ’-এর ইংরেজি বিভাগের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পুরস্কার:সমাজসেবার স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পদক ও পুরস্কার গ্রহন করেন।
সেবমুলক কাজ: খসরু মোহাম্মদ খান যুক্তরাজ্যে বসবাসকারী বাঙালি কমিউনিটির রাজনৈতিক, অর্থনৈতিক এবং শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।ধর্মীয় শিক্ষার প্রসারে ২০০৪ সালে অন্যান্যদের সহযোগিতায় ‘বামিংহাম দারুসসুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।বর্তমানে এই প্রতিষ্ঠান নিজস্ব জায়গাতে শিশুদের ইসলামিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বর্তমান ঠিকানা:বার্মিংহাম, ইউ,কে।
(সদস্য নং-১৫)