মুহাম্মদ বেলাল বদরুল

দৈনিকসিলেটডটকম:
নাম: মুহাম্মদ বেলাল বদরুল পেশা: ব্যবসা, পিতা: হাজী বদরুল হক,
মাতার নাম: হালিমা বেগম,
জন্মতারিখ: ১০ অক্টোবর
স্থায়ী ঠিকানা: গ্রাম ও পোস্ট: গোবিন্দশ্রী, বিয়ানীবাজার, সিলেট।
যেসব সংগঠনের সাথে জড়িত:
বিয়ানীবাজার এডুকেশন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট, ইউকে আওয়ামী লীগের স্যান্ডওয়েল শাখার সভাপতি, জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল দৈনিকসিলেটডটকম-এর মিডল্যান্ড প্রতিনিধি।
পুরস্কার: এলাকার উন্নয়ন ও সমাজসেবার স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পদক ও পুরস্কার গ্রহন করেন।
সেবমুলক কাজ: মুহাম্মদ বেলাল বদরুল একজন সমাজসেবী এবং শিক্ষানুরাগী। বার্মিংহাম বাঙালি কমিউনিটির রাজনৈতিক, অর্থনৈতিক এবং শিক্ষার উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন।
সেই সাথে নিজের আত্মীয়স্বজন এবং গ্রামের মানুষের কল্যাণে তিনি এক নিবেদিত প্রাণ।
বিয়ানীবাজার এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটারসহ শিক্ষা উপকরণ বিতরনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পলেন করেন।
বেলাল বদরুল দুই পুত্র এবং দুই কন্যা সন্তানের গর্বিত জনক।
বর্তমান ঠিকানা: বার্মিংহাম, যুক্তরাজ্য
(সদস্য নং-১৬)