মাসুক আহমদ
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:
নাম: মাসুক আহমদ, পেশা: ফ্রিলান্স লিংগুইস্টস্ পিতা:—–মাতা:—- জন্ম তারিখ: বাংলাদেশের ঠিকানা: গ্রাম-সুন্দিসাইল ডাক:রানাপিং, গোলাপগঞ্জ, সিলেট যেসব সংগঠনের সাথে জড়িত: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউ,কে, গোলাপগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে, বাংলাদেশ সেন্টার ইউ,কে, যুবসংহতি ইউ,কে, বিয়ানীবাজার গোলাপগঞ্জ ঐক্য সংস্থা ইউ,কে, পপলার হারকা ইউ,কে, সামুদা এসটেইট বাঙালি এসোসিয়েশন, আইলস অব ডগস্ বাঙালি একশন কমিটি এবং আবার ফেল্ডী ইসলামিক কালচার সেন্টার।
বিশেষ সেবামুলক কাজ: দীর্ঘ দিন থেকে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে কমিউনিটির উন্নয়নে কাজ করা বিশেষ করে
যুক্তরাজ্যে বসবাসকারী বাঙালি কমিউনিটির উন্নয়ন, নতুন প্রজন্মের শিক্ষা, বর্ণবাদী হামলার বিরুদ্ধে জনমত সৃষ্টি, বাংলাদেশের দুর্যোগপূর্ণ সময়ে অর্থ সঙগ্রহ করে দেশে প্রেরণ ইত্যাদি।
প্রবাসের ঠিকানা: পপলার, লন্ডন।
সদস্য নং০১