ইউরোপিয়ান ইউনিয়নে যে ভাবে বাণিজ্য বৃদ্ধি করা যাবে
দৈনিক সিলেট ডট কম
হাসান আলী, নিউইর্য়ক: ইউরোপিয়ান ইউনিয়ন বৃটেন সহ ২৮ টি দেশ, বৃটেনের জন সংখ্যা সাড়ে ৬ কোটি, ২৮টি ইউরোপিয়ান দেশের জন সংখ্যা ৫০ কোটি ও ইউরোপের মোট ৫০ টি দেশের জনসংখ্যা ৭৫ কোটি ৷ বাংলাদেশের রপ্তানীর জন্য বিরাট মার্কেট আছে ৷ আর ইউরোপিয়ান ইউনিয়নের ২৮ দেশে বাংলাদেশী তৈরী প্রডাক্টের ডিউটি ফ্রি বানিজ্য সুবিধা পেয়ে থাকে একমাত্র অস্ত্র ছাড়া ৷কিন্তু আমেরিকায় GSP সুবিধায় তৈরী পোশাকের স্থান নাই ৷ ১৫% টাক্স দিয়ে আমেরিকায় ৫ বিলিয়ন ডলারের গার্মেন্ট রপ্তানী করে ৷আর ২০১৩ সালে রানা প্লাজার কারনে প্রেসিডেন্ট বারাক ওবামা GSP সুবিধা বন্ধ করেছিলেন এখন আছে ৷ইউরোপে বাংলাদেশের ১৫ এম্বেডেসার বা হাইকমিশনার আছেন ৷ গত ২০ জুলাই প্রধান মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী অর্থনৈতিক কূটনীতি চালুর পরামর্শ দিয়েছেন ৷ আমার কথা হল একা হাইকমিশনাররা বাণিজ্য বৃদ্ধি করতে পারবেন না ৷ইউরোপের ৫০ টি দেশের মধ্যে মাত্র ১৫ জন হাইকমিশনার আছেন ৷আমার পরামর্শ হল বৃটেনের ও ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে প্রতিষ্ঠিত পেশাজীবী ও ব্যবসায়ী প্রবাসীদের অনারারী বিজনেস কাউন্সিলার নিযুক্ত করলে তাহারা বাংলাদেশের রপ্তানী বৃদ্ধিতে যতেষ্ট ভুমিকা রাখতে পারবেন ৷ উদাহরণ হিসাবে বলি জনাব Wali Tasar Uddin Mbe কে বৃটেনে অনারারী বিজনেস কাউন্সিলারের মর্যাদা দেওয়া হয়েছে ৷আগামীতে ইউরোপের ৫০ টি দেশে ৫০ জন অনারারী বিজনেস কাউন্সিলার নিয়োগ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর সুদৃষ্টি কামনা করচ্ছি ৷তাহলে বাংলাদেশের রপ্তানী বানিজ্য বৃদ্ধি পেলে বাংলাদেশের ৪ কোটি বেকার লোকের কর্মসংস্হান হবে অন্যদিয়ে বাংলাদেশীদের মাথাপিছু আয় বেড়ে গেলে মধ্যআয়ের দেশে পরিনত হবে বাংলাদেশ ৷আল্লাহ আমাদের সহায় হউন ৷
হাসান আলী, প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স ৷