অসুস্থ হলে কেন মন খারাপ করা উচিত নয়
মাওলানা মাহমুদ এ এম চৌধুরী
প্রিয় ভাইয়েরা, আজ অসুস্থতার সময় সবরের কথা বলা হবে। জীবন একটি পরীক্ষা। মানুষকে জীবনে পরীক্ষার সম্মুখীন হতে হয়। দুর্যোগ, হতাশা, অসুস্থতা ও দুঃখ-কষ্ট সবই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُم بِشَىْءٍۢ مِّنَ ٱلْخَوْفِ وَٱلْجُوعِ وَنَقْصٍۢ مِّنَ ٱلْأَمْوَٰلِ وَٱلْأَنفُسِ وَٱلثِمِـمِنَ ٱلْأَمْوَٰلِ وَٱلْأَنفُسِ وَٱلثِمِين
এবং আমরা অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ ও জীবন ও ফল-ফসলের ক্ষতির দ্বারা পরীক্ষা করব, তবে ধৈর্য্যশীলদেরকে সুসংবাদ দিন, এখন দেখা যাক এক রোগে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে রাসূল (সাঃ) কি বলেছেন। আবু হুরায়রা (রা.), রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “আল্লাহ মুসলমানদের যাবতীয় কষ্ট, রোগ, দুশ্চিন্তা, দুশ্চিন্তা, কষ্ট, কষ্ট, এমনকি তার শরীরে যে কাঁটা গজাবে তার ক্ষতিপূরণ দেবেন। তিনি তার পাপ ক্ষমা করেছেন। (বুখারী, : 5641;
এখন দেখা যাক রোগের কারণে কী ধরনের সওয়াব ও মর্যাদা পাওয়া যায়। ধৈর্য্য সহকারে অসুস্থতার যন্ত্রণা সহ্য করে, আল্লাহ ধৈর্য্যশীল ব্যক্তিকে এমন মর্যাদা দান করেন যা সে আমলের মাধ্যমে অর্জন করতে পারে না।। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘আল্লাহ যখন কোন বান্দাকে এমন মর্যাদা দান করেন যা সে তার কাজের মাধ্যমে অর্জন করতে পারে না। তখন আল্লাহ তার শরীর, সম্পদ বা সন্তান-সন্ততিকে বিপদে ফেলে দেন। অতঃপর তাকে সেই বিপদে ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দান করেন। অবশেষে তিনি আল্লাহ কর্তৃক নির্ধারিত মর্যাদা লাভ করেন। (আহমদ 22338;
রোগের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি: আল্লাহ অসুস্থ ব্যক্তিকে ক্ষমা করে দেন। ফলে সে পরকালে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে। একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবু হুরায়রা (রাঃ)-এর সাথে এক ব্যক্তিকে জ্বরে আক্রান্ত দেখতে গেলেন। তিনি রোগীকে বললেন, ‘সুসংবাদ গ্রহণ কর! কেননা আল্লাহ তায়ালা বলেন, ‘এটি (রোগ) আমার আগুন, যা আমি আমার মুমিন বান্দার ওপর দুনিয়াতে চাপিয়ে দিই, যাতে তা আখেরাতের আগুনের পরিপূরক হয়ে ওঠে।’ (ইবনে মাজাহ 3470)
অসুস্থতা জান্নাতে যাওয়ার পথঃ আল্লাহ মুমিন বান্দাকে বিভিন্ন রোগে পরীক্ষা করেন এবং পরীক্ষায় ধৈর্যধারণকারীদের জন্য রয়েছে মহা পুরস্কার, এমন বড় সাফল্য দেখে অন্যরা অসুস্থ না হয়ে আফসোস করবে।
তাই অসুস্থতায় নিরুৎসাহিত ও ব্যথিত না হয়ে চরম ধৈর্য প্রদর্শন করা একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের যে কোন রোগ বা অসুখের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।