ডিভাইন স্পেকট্রাম সাস্টের আহ্বায়ক আহাদ, সদস্য সচিব জুয়েল

শাবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিভাইন স্পেকট্রাম সাস্ট’র (ডিএসএস) ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আব্দুল আহাদ সুমন এবং সদস্য সচিব হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের রেজাউল করিম জুয়েলকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল পাঁচটায় একাডেমিক ভবন ডি এর ৩০০১ নং কক্ষে এ কমিটি ঘোষণা করা হয়। একইসাথে সংগঠনটির ৭ সদস্যদের একটি উপদেষ্টামন্ডলীর ফোরামও গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- মহিউল ইসলাম (বাংলা), মো. আল-আমীন (ব্যবসায় প্রশাসন), মো. মঈন উদ্দিন (রসায়ন), মো. সাইদুল ইসলাম (পলিটিক্যাল স্টাডিজ), মো. রনি মিয়া (ব্যবসায় প্রশাসন), আফাজুর রহমান (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং) ও রেজাউল ইসলাম অনিক (পলিটিক্যাল স্টাডিজ)।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, জিইবি বিভাগের অধ্যাপক ড. ফারুক মিয়া, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এমদাদুল হক এবং শিক্ষার্থী তানিম খন্দকার। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংগঠনটির লক্ষ্য হচ্ছে উদ্দেশ্যে সামাজিক, স্বেচ্ছাসেবী, পরিবেশও বিজ্ঞানবিষয়ক কার্যক্রম এবং ধর্মীয় নৈতিক মূল্যবোধ সমুন্নতকরণ ও বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের মধ্য দিয়ে সদস্যদের মন, রুচি ও ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশ ঘটানো এবং ভবিষ্যৎমুখী উদ্যোগে উৎসাহিতকরণসহ জনসচেতনতামূলক বিষয়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে।