খুলনা সিটিতে ৪৩ হাজার ভোটে এগিয়ে নৌকা
দৈনিকসিলেট ডেস্ক :
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বেসরকারিভাবে ১৩৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৮৯টি কেন্দ্রের মধ্যে ১৩৫ কেন্দ্রের ফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি পেয়েছেন ৬৭ হাজার ৬৫ ভোট।
এখন পর্যন্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল।
তিনি পেয়েছেন ২৪ হাজার ৮৫৮ ভোট।
সোমবার বিকেলে খুলনা শিল্পকলা একাডেমিতে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. শফিকুল ইসলাম মধু পেয়েছেন ৭ হাজার ১৩৮ ভোট, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন পেয়েছেন ২৪১৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীকে এস এম শফিকুর রহমান পেয়েছেন ৭ হাজার ৩১০ ভোট।
নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে।
সিটিতে মোট ভোটার পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার দুই লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।