সুনামগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুখলেছুর রহমানের গনসমাবেশ
সুনামগঞ্জের তাহিরপুরে সুনামগঞ্জ ১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এর মনোনীত প্রার্থী মাওলানা মুখলেছুর রহমান এর সমর্থনে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সদরে বাজারের বটতলায় বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে মিলিত হয়।
এসময় বক্তব্য সংগঠনের তাহিরপুর উপজেলা সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা মুখলেছুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাও আব্দুল জলিল,মাওঃ সুমাইমান হেকিম,শ্রীপুর ইউনিয়ন সভাপতি, মাওঃ নাজমুল হক্ব তালুকদার,তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৌলভী এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান,বিশম্ভপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওঃ হোসাইন সারওয়ার প্রমুখ।