লেবাননের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যাশা কাবরেরার
দৈনিকসিলেটডেস্ক
২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো দুটি আমন্ত্রিত দেশ খেলতে চলেছে- কুয়েত এবং লেবানন। এই দুই দলের অংশগ্রহণের ফলে এবারের আসর আগের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন অনেকে।
এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ শক্তিশালী লেবাননের বিপক্ষে। প্রথম ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন জামাল ভূঁইয়ারা। প্রথম ম্যাচের প্রতিপক্ষ লেবাননের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চান, এমনটাই জানালেন দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা।
সাফ খেলতে গতকাল ভারতের ব্যাঙ্গালোরে পৌঁছেছে বাংলাদেশ দল। সাফে লাল-সবুজ জার্সিধারীদের ময়দানি লড়াই শুরু হবে ২২ জুন লেবাননের বিপক্ষের ম্যাচ দিয়ে। এর আগে আজ প্রথম দিনের অনুশীলন শেষে দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেন, ‘ছেলেরা বিশ্রাম নেওয়ার সময় পেয়েছে। আজ আমাদের প্রথম অনুশীলন ছিল। ব্যাঙ্গালোর স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন শেষে লেবাননের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার ব্যাপারে আমি আশাবাদী। ’
লেবাননকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন কাবরেরা। তবে দলের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘লেবানন শক্ত প্রতিপক্ষ। তাদের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। তবে আমরা পরিকল্পনা মতো খেলতে পারলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবো। ’
সাফের প্রস্তুতি হিসেবে কম্বোডিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা। সেই জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বলে মনে করেন কাবরেরা। তিনি বলেন, ‘কম্বোডিয়ায় আমরা দুই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছি। আশা করি এই আত্মবিশ্বাস আমাদের আরও ভালো খেলতে সাহয্য করবে। ’
লেবাননের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে খেলার কথা জানিয়েছেন দলের উইঙ্গার ইব্রাহিম। তিনি বলেন, ‘লেবাননেরর বিপক্ষে আমারা রক্ষণাত্মক কৌশলে খেলবো। তাদের বিপক্ষে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাই। ’
এবারের সাফে কোয়ার্টার ফাইনালে খেলা দলের লক্ষ্য বলে জানিয়েছেন ইব্রাহিম। আর সাফে গোল করা এবং গোলে সহায়তা করা তার ব্যক্তিগত লক্ষ্য।